সিরাজগঞ্জ থেকে, মারুফ সরকারঃ সিরাজগঞ্জে((‘Concrete And Cement Technology’)“কনর্সান্ট এন্ড সিমেন্ট টেকনোলোজি”বিষয়কে প্রতিপদ্দ হিসেবেঅঙ্গ প্রতিষ্ঠান ফ্রেসসিমেন্ট ও মেঘনাসিমডিলাক্স সিমেন্টেএরপক্ষ থেকে এক ইঞ্জিনিয়ারপ্রগ্রামেরআয়োজনকরা হয়। সোমবাররাতেশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে(জি,এম) টেকনিক্যালসাপোর্ট গোপল কৃষ্ণ বাতাচীট্যেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপনকরেন।

মেঘনাগ্রুপ অব ইন্ডাট্রিজএর (জি,এম) টেকনিক্যালসাপোর্ট গোপল কৃষ্ণ বাতাচীরসভাপতিত্বে বিশেষঅতিথীহিসেবেউপস্থিত ছিলেন, নির্বাহীপ্রকৌশলী মোঃরবিউলইসলাম (এল,জি,ই,ডি), নির্বাহীপ্রকৌশলী মোঃআনোয়ারুলআজিম (পি,ডাব্লিউ,ডি), নির্বাহীপ্রকৌশলী মোঃআলতাফ হোসেন (ই,ই,ডি), নির্বাহীপ্রকৌশলীশাজাহান (পাওরোসোনহা), ফ্রেসসিমেন্টডিলারমঈনুলগাফ্ফারনিয়াজ, ফ্রেসসিমেন্টসিমডিলাক্স মোঃজাকির হোসেন, সিরাজগঞ্জ ফ্রেসসিমেন্টঅফিসারইনচার্জ সাজেদুররহমানসাজু।

ফ্রেসসিমেন্টেরএ্যাসিঃম্যানেজার ট্যেকনিক্যালসাপোর্টইঞ্জিনিয়াররাজিবআহমেদের উপস্থাপনায়অনুষ্ঠানটিরসার্বিকদ্বায়িত্বে ছিলেনএক্সিকিউটিভট্যেকনিক্যালইঞ্জিনিয়াররুবেলসরিফ। অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেনফ্রেসসিমেন্টেরসিঃএক্সিকিউটিভ মোঃমাসুদ রানা, ব্যান্ড প্রোমটর মোঃরকিবউদ্দিন, মেঘনাসিমডিলাক্স সিমেন্টেরসিঃএক্সিকিউটিভইঞ্জিনিয়ার মোঃমিরআল মেহেদীসুমন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে