সিরাজগঞ্জ থেকে, মারুফ সরকারঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে হাটিকুমরুল গোলচত্বও পর্যন্ত শুরু হয়েছে রাত্রিকালিন উদ্ধার মহড়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার রাত ২টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী এ মহড়ার নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ।

তাকে সহযোগিতা করেন,ফায়ার সার্ভিস সিরাজগঞ্জ ইউনিটের পরিদর্শক শফিকুল ইসলাম। মহড়ায় সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস রায়গঞ্জ ইউনিট,স্বেচ্ছা সেবক,স্থানীয়রাও অংশ নেয়।উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান,দেশের মহাসড়কে অতিতের চেয়ে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য বর্তমার সরকার উদ্যোগ নিয়েছে মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহনের নিকট দ্রুত সময়ের মধ্যে পৌছানো এবং তাদের সেবা দিতে উদ্ধার টহল। আমাদের একটি পেট্রলটিম রাতে সার্বক্ষণিক মহাসড়কে অবস্থান করে।

সপ্তাহে দুই দিন মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহনে হতাহত ব্যাক্তিদের উদ্ধার এবং ওই সময় কোন যন্ত্র কিভাবে দ্রুততার সাথে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলোকে অনুশীলন,একই সাথে রাত যতই গভীর হোক না কেন মহাসড়কে যে ফায়ার সার্ভিস সেবা দানের জন্য প্রস্তুত আছে এবং সেই বিষয়টিও মানুষের মধ্যে প্রচার করতেই এ মহড়ার আয়োজন।সরেজমিন মহড়ায়,দুর্ঘটনা কবলিত একটি ট্রাক থেকে কিভাবে নিহত ও আহত হওয়া ব্যাক্তিকে উদ্ধার করতে হবে তা একজন জীবন্ত মানুষ এবং ড্যামি (পুতুল-মানুষ) দিয়ে বাস্তব চিত্র তুলে ধরা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে