ডেস্ক রিপোর্ট :সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে পুনঃনির্বাচন মিলে দেশের ১৫৫টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। টাঙ্গাইলে ১১টি এবং বরগুনায় পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, মির্জাপুর উপজেলার ছয়টি ও সখিপুর উপজেলার দুইটি ইউনিয়নে সাধারন নির্বাচন এবং গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। “এছাড়া সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড ও বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।”
সকাল থেকেই ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, উৎসবমুখর পরিবেশে তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। জেলা প্রশাসক মহা. বশিরুল আলম জানান, নির্বাচনে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলে একটি কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন
পুলিশ সুপার বিজয় বসাক জানান, নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে দুই জন অফিসারসহ পাঁচ জন পুলিশ এবং ১৭ জন আনসার রয়েছে। “প্রতিটি ইউনিয়নে পুলিশের তিনটি মোবাইল টিম, সাতটি চেকপোস্ট, একটি স্ট্রাইকিং টিম, থানায় একটি স্ট্রাইকিং টিম রিজার্ভ রয়েছে।” এছাড়া তিন প্লাটুন কোস্টগার্ড, পাঁচ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন র্যাবসহ রয়েছে সাদা পোশাকের পুলিশ, বলেন তিনি।নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তফসিল ঘোষণার সময় ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১৮টা ইউপিতে ভোট হচ্ছে না।
বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করছে বলেও তিনি জানান। গত বছর দলীয় ভিত্তিতে মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপি ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপি’র ভোট হয়েছে।
বি/ডি/এন