আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে এখন এটাই সুচি’র ‘শেষ সুযোগ’। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় সুচির নির্লিপ্ততায় বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
এ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনকে সামনে রেখে বিবিসি’র হার্ডটক প্রোগ্রামে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘তিনি (সুচি) যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনেন, তবে দুঃখজনক ঘটনাটি সম্পূর্ণভাবে ভয়াবহ আকারে রুপ নিবে, যা ভবিষ্যতে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে আমি মনে করি।’
সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘মিয়ানমারে চলমান হত্যাকা- বন্ধে দেশটিকে চাপ দেয়া প্রয়োজন।’
কার্যত মিয়ানমারের এই নেত্রী ইউএনজিএ-তে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মিয়ানমারে সেনাবাহিনীর নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নের ঘটনায় সুচি’র নির্লিপ্ততা বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই সেনা অভিযানের কারণে চার লাখের বেশি রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে ব্যাপকভাবে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর কথা সরাসরি উল্লেখ না করে গুতেরেসের দেয়া এই মন্তব্যটিকে এই ঘটনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা নিরসনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের দাবির প্রতি পুনরায় সমর্থন জানিয়ে বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে দেয়া উচিত। কারণ বাংলাদেশের মতো একটি জনবহুল দেশ বিশ্বের অন্যতম ভয়াবহ শরণার্থী ¯্রােতের বোঝা বহন করছে।
গুতেরেস আরো বলেন, এটা পরিস্কার যে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ‘এখনো দেশটির সর্বোচ্চ ক্ষমতা রয়েছে’।
B/S/S/N