স্পোর্টস ডেস্কঃ ওয়েন রুনির গাড়ি চালানোর ওপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ডের একটি আদালত। মদ্যপ অবস্থায় গাড়ি চলানোর অপরাধ প্রমাণিত হওয়ায় ইংল্যান্ড ফুটবল দলের সাবেক এ অধিনায়কের বিরুদ্ধে এই শাস্তির আদেশটি দিয়েছে আদালতটি। একই সঙ্গে বিনা পারিশ্রমিকে ১০০ ঘন্টা কাজ করারও নির্দেশ দেয়া হয়েছে তাকে।
গত ১ সেপ্টেম্বর গর্ভবতী স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে অবকাশ যাপনে থাকার সময় এক মহিলার গাড়িকে ধাক্কা দিলেন পুলিশ এভারটনের এই স্ট্রাইকারকে আটক করে । পরে তিনি ক্ষমা চেয়ে জামিনে মুক্তি লাভ করেন।
এ বিষয়ে নথিভুক্ত মামলার শুনানি হয়েছে আজ। ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর স্টকপোর্টের একজন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানির পর দেয়া রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় রুনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আজকের শুনানির রায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাই। এটি সম্পূর্ণ ভুল ছিল।’
৩১ বছর বয়সী এই ইংলিশ তারকা বলেন, ‘আমি ইতোমধ্যে এই বিষয়ে আমার পরিবার, কোচ, এভারটনের সভাপতিসহ সবার কাছে ক্ষমা চেয়েছি। এখন আমি ক্ষমা চাই আমার অগণিত সমর্থকসহ আমার পুরো ক্যারিয়ারে যারা আমাকে সমর্থন জুগিয়েছেন তাদের সবার কাছে। আমি আদালতের এই রায় মেনে নিয়েছি। আশা করি আমি আমার প্রতিবেশীদের জন্য সেবামূলক কিছু কাজ করতে পারব।’