বিডি নীয়ালা নিউজ(১২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে সহিংস বিক্ষোভ চলছে।
বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা রেলের ফিশপ্লেট তুলে ফেলে অগ্নি সংযোগ করেছে।
পুলিশ এবং স্থানীয় সংবাদকর্মীরা জানাচ্ছেন, বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা শিল্পকলা একাডেমী ও আলাউদ্দিন সঙ্গীত মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছে।
শহরের বিভিন্ন স্থানে এখন লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছে মাদ্রাসা ছাত্ররা।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগামীকাল হরতাল ডেকেছে বিক্ষুব্ধ ছাত্ররা।
ব্রাক্ষনবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, গতরাতে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষ বন্ধে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে ত্রিমুখী সংঘর্ষে একজন মাদ্রাসা ছাত্র আহত হয়।
মি. বিশ্বাস জানিয়েছেন রাত তিনটায় ঐ আহত ছাত্রের মৃত্যু হয়।
এরপর থেকে সেখানকার ছাত্ররা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে।
পরে তা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন জায়গায়, এবং অন্যান্য মাদ্রাসার ছাত্ররাও তাতে যোগ দেয়।
বিক্ষুব্ধ ছাত্রদের আক্রমণের মুখে বন্ধ হয়ে গেছে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ।
এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-বিবিসি বাংলা
I see You’re in reality a just right webmaster.
The website loading speed is incredible. It seems that you are doing any distinctive trick.
In addition, the contents are masterpiece. you’ve performed a
great activity in this subject! Similar here: bezpieczne zakupy and also here:
Sklep online