ডেস্ক স্পোর্টসঃ এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন খুলনা টাইটানসের বিপক্ষে। মঙ্গলবার বিপিএলের ফাইনালেও ক্রিস গেইল চালালেন তাণ্ডব। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেললেন ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস। বিস্ফোরক ইনিংসে গড়লেন এক গাদা রেকর্ড।
এক ইনিংসের পথে গেইলের যত কীর্তি
* টি ২০তে এটি গেইলের ২০তম সেঞ্চুরি। সাতটির বেশি সেঞ্চুরি নেই আর কারও।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার টি ২০ রান। নয় হাজার রানও নেই আর কারও।
* ইনিংসে গেইল ছক্কা মেরেছেন ১৮টি। ছাড়িয়ে গেছেন নিজেরই বিশ্বরেকর্ড। আইপিএলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির পথে মেরেছিলেন ১৭টি ছক্কা।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে করেছেন ছক্কার সেঞ্চুরি। ২৬ ইনিংসে তার ছক্কা এখন ১০৭টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
* এ নিয়ে এক ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা ১৫ বার মারলেন গেইল। ১০ ছক্কা দুবারের বেশি মারতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
* বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে নিজেকেই ছাড়িয়ে গেলেন গেইল। এক ম্যাচ আগেই খুলনা টাইটানসের বিপক্ষে খেলা অপরাজিত ১২৬ রানের ইনিংস ছাড়িয়ে গেলেন অপরাজিত ১৪৬ রান করে।
* বিপিএলের পাঁচ আসর মিলিয়ে ফাইনালে এই প্রথম সেঞ্চুরি করলেন কোনো ব্যাটসম্যান।
* বিপিএলে সব মিলিয়ে একাই পাঁচটি সেঞ্চুরি করলেন গেইল। একাধিক সেঞ্চুরি নেই আর কারও।
* এই ইনিংসের পথে সবচেয়ে কম ইনিংস খেলে বিপিএলে হাজার রানের রেকর্ড গড়লেন গেইল। লেগেছে তার মাত্র ২৬ ইনিংস।
* এর আগে টি ২০তে নয়টি ফাইনাল খেলে গেইল করতে পেরেছিলেন মাত্র দুটি ফিফটি। দশম ফাইনালে করলেন প্রথম সেঞ্চুরি।
* ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন গেইল। যে কোনো উইকেটেই বিপিএল এই প্রথম দেখল দুইশ’ রানের জুটি। ২০১৩ বিপিএলে খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।
J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে