আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দু’টি গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। শনিবার নগরীর প্রধান অ্যাম্বুলেন্স সার্ভিস এ কথা জানায়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট প্রাসাদ ও একটি হোটেল লক্ষ্য করে চালানো শুক্রবারের এ হামলার কথা উল্লেখ করে আমিন অ্যাম্বুলেন্সের আব্দুকাদির আব্দুরহমান বলেন, আমরা অন্তত ৩৮টি লাশ দেখেছি।
পুলিশ বলছে, ভিলা সোমালিয়ার কাছে নিরাপত্তা চেকপয়েন্টে প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি হোটেলে।
এদিকে অনলাইনে দেয়া এক বিবৃতিতে শাবাব জঙ্গি গ্রুপ এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের লক্ষ্য ছিল সরকার ও নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে মোগাদিশু অপেক্ষাকৃত শান্ত ছিল। এরমধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটলো।
B/S/S/N.