ডেস্ক স্পোর্টসঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ম্যাচটি হেরেও যায় বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। এরপর ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলের তামিম, সহজ জয় পায় জালমি। সবশেষ রবিবার করাচি কিংসের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হন তামিম, আবারও হারের স্বাদ গ্রহণ করে জালমি।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রান করে জালমি। ম্যাচের ২৭ রানেই বিদায় নেন দুই ওপেনার তামিম ইকবাল (১১) ও কামরান আকমলকে (১৪)। এরপর একপ্রান্ত একাই আগলে রাখেন স্মিথ। প্রথম ৩ জন ব্যাটসম্যান ছাড়া জালমির আর কোন ব্যাটসম্যান দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। সর্বশেষ ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে জালমি। স্মিথ ৭১ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি করাচি কিংসের। দ্রুতই বিদায় নেন ওপেনার খুররাম মানজোর। তবে জো ডেনলি ও বাবর আজমের দারুণ ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ডেনলি ৩৯ বলে ২৯ ও আজম ২০ বলে ২৮ রান করে আউট হয়ে যান। এরপর ১৪ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন কলিন ইনগ্রাম।

সর্বশেষ ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয় তুলে নেয় কিংস।

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে