আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের একটি স্কুলের অপহৃত ১১০ ছাত্রীকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির সরকার। ইতিমধ্যে ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপহৃতদের উড়োজাহাজের মাধ্যমে সন্ধান চলছে।

প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এ ঘটনাকে ‘জাতীয় বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তিনি এর জন্য অপহৃত ছাত্রীদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন।

এর আগে গত সোমবার রাতে দাপচির গভর্মেন্ট গার্লস সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজে বোকো হারাম হানা দেয়। বোকো হারামের হাত থেকে বাঁচতে শিক্ষার্থী ও শিক্ষকরা আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। প্রথম দিকে কর্তৃক্ষ অপহরণের বিষয়টি অস্বীকার করে জানিয়েছিল, ওই সব ছাত্রী আতঙ্কে হয়তো কোথাও লুকিয়ে আছে। রবিবার কর্তৃপক্ষ স্বীকার করতে বাধ্য হয়, হামলার পর ১১০ ছাত্রী নিখোঁজ রয়েছে।

 

 

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে