বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- নিজস্ব প্রতিবেদনঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পোশাকের বেচা-কেনা। কালেকশনে বৈচিত্র ও ব্যতিক্রমী ডিজাইনের জন্য নারী উদ্যোক্তাদের তৈরি হাতের কাজের বুটিকসের থ্রিপিস বেশি চলছে। তবে নতুনত্ব না থাকায় লোভনীয় অফার দিয়েও ক্রেতা টানতে পারছে না সাধারণ ফেব্রিকসের স্টল। এদিকে শীতকাল হওয়ায় মেলায় ছেলেদের ব্লেজার ও কোটি’র বিক্রি বেড়েছে। সাধারণত দৈনন্দিন পোশাকের কেনা-কাটার ক্ষেত্রে নিউমার্কেট, গাউসিয়াই রাজধানীর নারীদের ভরসা। তবে উৎসব ও অনুষ্ঠানে চাই কারুকাজ করা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। মেলার প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে। তাই বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে পোশাকে দেয়া হচ্ছে মূল্য ছাড়। তবে কাপড় ও ডিজাইন গতানুগতিক হওয়ায় খুব একটা ক্রেতা টানতে পারছে না স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের স্টলগুলো। অন্যদিকে, শীত মৌসুম হওয়ায় ছেলেদের ব্লেজার ও কোটি’র বিক্রি বেশ ভালো। মেলার শেষ দিকে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন স্টল মালিকরা।