মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে গতকাল ১৪মে সোমবার সকাল ১০টায় কিশোরগঞ্জ এপি অফিস কক্ষে উন্নয়ন কৌশল ও চলমান কার্যক্রমের উপর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্বপালা শেষে জানা যায়, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলায় তারা ৫টি ইউনিয়নে তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইউনিয়ন গুলোর মধ্যে কিশোরগঞ্জ সদর, পুটিমারী, নিতাই, বাহাগিলি ও চাঁদখানা ইউনিয়ন। মতবিনিময় সভায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত আইনসমূহ বাস্তবায়ন করা, নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে জাতীয় হেল্প লাইন ১০৯ শিশুরা ১০৯৮ এর প্রচার ও চলমান কার্যক্রমের প্রতি জোর দেওয়া। আমিই পারি শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে বাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র থেকে শ্লোগান সামনে রেখে।
মতবিনিময় সভায় দেশ মাটি মানুষের কল্যাণে এ মহৎ উদ্দ্যোগের সাথে থেকে রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক কাজ করার আহব্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ, এপি ম্যানেজার পিকিং চাম্বু গং, এপি স্পন্সর শীপ এন্ড চাইল্ড প্রডাকশন অফিসার শ্যামল মন্ডল, মনিটরিং এন্ড ইভালিয়েশন অফিসার কামরুল হাসান,প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন, সুপীর কুমার রায়, মিন্টু বিশ্বাস প্রমুখ। মতবিনিময় কালে দেখা যায়, এপি ওয়ার্ল্ড ভিশনের সবাই একটিভ, পেইনস্টেকিং, ডিউটিফুল, পানচুয়াল এন্ড পোলাইট, ইনটেলিজেন্ট এন্ড ইমাজিনেটিভ। তাদের উন্নয়ন কৌশল ও চলমান কার্যক্রমের উপর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক খুবেই খুশি।
কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,দৈনিক খোলা বাজার ও জনগণের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মাস্টার, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক রংপুর চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রউফুল আলম, দৈনিক প্রথম ভোর ও দৈনিক জরুরী সংবাদের প্রতিনিধি মোরছালীন, দৈনিক বজ্রশক্তি ও দৈনিক আখিরার কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক মায়াবাজারের কিশোরগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন ও দৈনিক মাতৃছায়ার কিশোরগঞ্জ সংবাদদাতা তোফাজ্জল হোসেন প্রমুখ।