মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনা মনি আইডিয়াল স্কুলে বৃস্পতিবার দুপুর ২টায় ছাত্র ছাত্রীদের নিয়ে এক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগীতার বিষয় ছিল মোবাইল ফোনের সুফল ও কুফল সম্পর্কে পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক তুলে ধরা। মোবাইল ফোনের সুফল ও কুফল সম্পর্কে পক্ষে ছিলেন অত্র বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থী। বিপক্ষে ছিলেন ৭ম শ্রেনির শিক্ষার্থী। এতে বিজয় দল হয়েছেন বিপক্ষে ৭ম শ্রেনির শিক্ষার্থীরা। বির্তক প্রতিযোগীতার পাশাপাশি চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা করা হয়।
সোনামনি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রতিযোগীতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জনকল্যান ফোরামের সাধারন সম্পাদক একেএম সাইয়েদ হোসেন সাবুল, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম ও মোঃ আব্দুল কাদের প্রমূখ।