কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যাতায়াতের রাস্তার জমি ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত তিন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ১২ টার দিকে। পুটিমারী ইউপির কালিকাপুর গ্রামের খামাতপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর বেলা বাড়ী যাতায়াতের রাস্তা ভাগাভাগি করা সময় মৃত আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম, তার স্ত্রী আমেনা আক্তার স্মৃতি ও ছেলে সুমন মিয়াকে পিটিয়ে গুরুত্বর করেন। আপন চাচাত ভাই মৃত আছিমুদ্দিনে ছেলে আজিজুল ইসলাম(৬৫) ও আজিজুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম(৬০), ছেলে আহসান হাবীব লিপু(৪০) ও মুন ইসলাম(২৮), রুপা বেগম(৩৫) স্বামী আহসান হাবীব লিপু, লিপি বেগম (৩৪) স্বামী মাহাবুব, শাহারা খাতুন বানু (৩০) স্বামী লিমন সহ পরিবারের লোকেরা পূর্বশত্রুাতার আক্রোশে তাদেরকে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন তাদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে শারিরিক অবস্থা আশংকা জনক হওয়ায় কর্ত্যবরত ডাক্টার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তাদের পক্ষে বাদী হয়ে আমেনা বেগমের ভাগিন মিনা বেগম(৪৫) স্বামী তাজুল ইসলাম কিশোরগঞ্জ থানায় সাত জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।কিশোরগজ থানার অফিসার ইনর্চাজ এম হারুন অর রশিদ জানান অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নিয়া হবে।