কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারী কিশোরগঞ্জ হাইস্কুলিয়ান ১৯৮৪ সালের ব্যাচের শুক্রবার জুম্মা নামাযের পর টাউন কমিউনিটি সেন্টার-বাদশা মেডিকেল ষ্টোরে পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১৯৮৪ সালের ব্যাচের ৬৮ জন বন্ধু উপস্থিত ছিলেন। পরে সকল বন্ধু মিলে কিশোরগঞ্জ হাইস্কুলিয়ান ১৯৮৪ নামে একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আমিনুর রহমান, রহমতুল ইসলাম,জাহেদুল ইসলাম রিপন,আনোয়ারুজ্জামান ফিরোজ,আনোয়ারুল ইসলাম.মাহবুবুল ইসলাম,আবু সায়েম লিটন,মোস্তাকিনুর রহমান আবু,তপন কুমার সরকার,সুলতান রায়হান বকুল,জাহাঙ্গীর হোসাইন,তাইফুর রহমান মুকুল। আলহাজ¦ আঃ রউফ বাদশা(সভাপতি) এবং আলী আকবরকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পূণার্ঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওয়ালিয়ার রহমান(সহ-সভাপতি),আব্দুল বাছেদ শাহ্(সহ-সভাপতি),খালেদ মোঃ মোশারফ হোসেন(সহ-সাধারন সম্পাদক),আব্দুল কুদ্দুস(সহ-সাধারন সম্পাদক),সফিয়ার রহমান দুলাল(কোষাধ্যক্ষ),আব্দুল হাই(সাংগঠনিক সম্পদক),সন্তোষ কুমার মহন্ত(প্রচার ও প্রকাশনা সম্পাদক),একরামুল হক(দপ্তর সম্পাদক),মমিনুর রহমান(ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক) । পূর্ণমিলনী শেষে কিশোরগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ৯ জন শিক্ষক ও ১২ জন বন্ধুর বিদায়ী আতœার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এবং তাদের জন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে