কিশোরগঞ্জ, নীলফামারী থেকেঃ গরু,মহিষ, দুম্বা,ছাগল করছি মোরা জবাই। কার গরুটা কত বড় করছি সবে বড়াই। ঠ্যাঙটা ধর শক্ত করে হৈচৈ করে সবাই। ছোট্ট শিশু কান্না করে আমরা কেন কসাই? আমরা কেন ফেলছি মেরে তার খেলার সঙ্গীটাকে? মা বললো, আর কেঁদোনা। শুনো এবার – আমার কথা শুনো। তুমি আমি সৃজন যার সেই মহান আল্লাহর আদেশ এবার মানো। ছোট্টশিশু সেকি বুঝে, এত কিছুর মানে? খেলতে খেলতে মজে গেছে ঘরে পোষা এই প্রাণিটার প্রেমে। কেঁদে কেঁদে বললো খোকা। ভাত খাবোনা, স্কুলেতে আর যাবোনা। যদি আরেকটা এমন বন্ধু, না দাও তোমরা এনে।