চোরাবালি

………………রোজী খান

আমার চোখে যতোটা অশ্রু ছিল
ততোটাই অগ্নি ছিল,
অথচ তুমি কেবল অশ্রু দেখেছিলে
দেখনি অগ্নি কতটা
পুড়িয়েছে আমায়,
মেঘের মতো থমথমে
হৃদয়ে জমেছে কেবল
তুমিময় ব্যাকুলতা,
তবুও তোমার কাছেই
গচ্ছিত রেখেছি মন ও কথকতা।
শুধু একটু মমতার স্পর্শ ,
খানিক নরম গলায় আদুরে
ডাক শোনার জন্য
হৃদয়টা হাহাকারে পরিপূর্ণ।
যেটুকু বলেছি তোমায়
কাউকে হয়নি বলা ,
তবুও চলে যাবে ?
তবে যাও ,
পরে গেলে মায়া বেড়ে যাবে ।
অভিমানে জমে থাকা মেঘ
বর্ষণ হয়ে চলার পথকে
মসৃণ করে দেবে,
গোপন অভিমান বুকে চেপে রেখে
তোমাকে জানাবো বিদায় সম্ভাষণ,
‘ভাল্লাগেনা’ অসুখটা আমার
থেকেই যাবে আজীবন ।
যে তুমি প্রদীপ হাতে আমাকে
ডেকেছিলে, মেনে নেব তা
ছিল সব চোরাবালি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে