কোভিড-১৯ এর ঝুঁকি কমাতে সরকারের চলমান টিকা প্রদান কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে যারা ডিজিটাল ডিভাইসে কোভিড-১৯ এর ভ্যাকসিন রেজিস্ট্রেশনে অপারগ, এমন ব্যক্তিদের ভ্যাক্সিনের আওতায় সহজেই আনতে ‘কোভিড-১৯ এর ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প’ চালু করেছে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার (৪ আগস্ট) দুপুরে উত্তরা ৮নং সেক্টর এলাকার একটি সড়কের পাশে ভ্রাম্যমান ক্যাম্প স্থাপন করে সেখানে আগত ব্যক্তিদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন করিয়ে দেন কমিটির নেতৃবৃন্দ।

চিত্র: সুরক্ষা অ্যাপসের মাধ্যমে মানুষদের কোভিড-১৯ এর ভ্যাকসিন রেজিস্ট্রেশন নিশ্চিত করতে কাজ করছে ছাত্রলীগের এসব নেতাকর্মী।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশেই এমন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে উত্তরা নিউজকে জানিয়েছেন উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নুরুল আবছার আবির। টিকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে ছাত্রলীগ সবসময়ই কাজ করবে বলে জানিয়েছেন জানিয়েছেন তিনি। উক্ত ক্যাম্পে এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

কোভিডের চলমান ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এমন ক্যাম্পেইন চালু থাকবে বলে জানিয়েছে ছাত্রলীগ থানা পর্যায়ের কমিটির নেতারাও।

U/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে