জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন(বাসা) নীলফামারী জেলা ইউনিটের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বঙ্গবন্ধু চত্বরে কর্মসুচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মির্জা মুরাদ বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর বেলায়েত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর রমিজ আলম ও সহকারী কমিশনার (ভুমি) মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক’শ জনের মাঝে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাসা সারাদেশে সচেতনতা তৈরিতে এই কর্মসুচীতে হাতে নিয়েছে।
আগষ্ট মাস জুড়ে এই কর্মসুচী অব্যাহত থাকবে শুধু জেলা পর্যায়ে নয় উপজেলা পর্যায়েও অনুরুপ বিতরণ কর্মসুচী পালন করবে বাসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে