জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আয়োজনে গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফনি ভুষণ পোদ্দারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ভবেশ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, সলঙ্গা থানা হিন্দু,বৌদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা শ্রী গজেন্দ্র নাথ মন্ডল, সভাপতি মহাদেব দাম, সাধারন সম্পাদক পল্লব কুমার দাস প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন,থানার বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি / সাধারন সম্পাদকবৃন্দ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন,থানার বিভিন্ন স্থানে আয়োজিত পূজা মন্ডপে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং পূজা কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী কঠোর ভাবে সতর্ক থাকবেন। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা গেলে তাৎক্ষনিক ভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করবেন। স্ব স্ব পুজা মন্ডপে দায়িত্বরত পুলিশ- আনসার বাহিনী ছাড়াও মোবাইল টিম সব সময় দায়িত্ব পালন করবে। এ ছাড়াও স্ব স্ব পুজা মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করা হয়েছে। এ বছর সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নে মোট ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।