জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ে কিশোর-কিশোরী, ভিন্নভাবে সক্ষম এনসিটিএফ’ সদস্যদের নিয়ে রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড চাইল্ড প্রোডাকশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) তাদের কার্যালয়ে এই ট্রেনিং এর আয়োজন করে। এসময় এনসিটিএফ সদস্য হ্যাপি খাতুনের সভাপতিত্বে ভিন্নভাবে সক্ষম আব্দুল আল কাফি, তানভীর সেখ সহ এনসিটিএফ এর সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) কর্মকর্তা কে,এম আলমগীর হোসেন বলেন, বয়ঃসন্ধিকালীন ছেলে-মেয়েদের স্বাস্থ্য সেবার অধিকার ও কৈশোরকালীন স্বাস্থ্য নীতিতে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা তৈরি করতেই রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড চাইল্ড প্রোডাকশন ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে