উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও সালাম গ্রহণ অনুষ্ঠিত।(৩১অক্টোবর) রবিবার সকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার)।সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সকল অফিসার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।এসময় পুলিশ সুপার সকলের উদ্দেশে জানান,ডিসিপ্লিন ও ড্রেস রুলস মেনে চলবেন,সিনিয়রদের সম্মান করবেন,সরকারি মালামালের হেফাজত করবেন,পুলিশের ভাবমূর্তি নষ্ট করে এমন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কাজ করা থেকে বিরত থাকবেন,ডিউটি চলাকালে ইনচার্জ ব্যতীত মোবাইল ব্যবহার করবেন না,হেলমেট ও লাইসেন্স ছাড়া কোন প্রকার মটরসাইকেল চালানো যাবে না,অসহায় মানুষের পাশে দাড়াবেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।আসন্ন নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে বলেন। এছাড়া পুলিশ সদস্যদের কোন সমস্যা থাকলে তা পার্ট-১,পার্ট-২ এর মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস,এম,কামরুজ্জামান, পিপিএম,সহকারী সিনিয়র পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে