হেলেনা আক্তার, গাজীপুর প্রতিনিধি: জয়দেবপুর গাজীপুর ১৯শে মার্চ ডিজিটাল শিশু পার্ক (৬ নভেম্বর)সকাল ১১টায় গাজীপুর সাংবাদিক সংস্থা কার্যকরী পরিষদের পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সাংবাদিক সংস্থা কার্যকরী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র গাজীপুর সিটি করপোরেশন ও সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের আলহাজ্ব এ্যাড,জাহাঙ্গীর আলম গাজীপুর সাংবাদিক সংস্থায় বক্তব্যে বলেনসাংবাদিকরা যে প্রতিনিয়ত সমাজের বেসুমার অন্যায়-অনাচারের খবর তুলে ধরে সকলের উপকার করছেন, সাংবাদিকতার কট্টর সমালোচকও তা অস্বীকার করতে পারবেন না৷ অথচ বাংলাদেশে সাংবাদিকদেরই যেন কোনো ‘বন্ধু’ নেই৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, তিনি বলেন সাংবাদিকদের কাজই হলো প্রকৃত খবরটা জানানো৷ তো খবরটি যাঁর বিরুদ্ধে, তিনি বেজার হবেন – এটাই স্বাভাবিক৷ কিন্তু ‘বেজার’ ব্যক্তি যত ক্ষমতাশালীই হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকের মর্যাদা এবং অধিকার সুরক্ষার ব্যবস্থা তাঁকে নিরাপদ রাখে৷ স্বাধীনতার ৪৬ বছরেও বাংলাদেশে সেই অবস্থা হয়নি৷ সংবাদমাধ্যম খুব দ্রুত অনেক বেশি বিস্তৃত হয়েছে৷ তা নিয়ে গর্বও করেন অনেকে৷ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক নেতাকেই এর কৃতিত্ব নিতে দেখা যায়৷ বিশেষ করে দেশে যে টেলিভিশন চ্যানেল এক থেকে অনেক হয়েছে এবং এর কৃতিত্ব যে শুধু তাঁদেরই প্রাপ্য তা তাঁরা খুব জোর গলায় বলেন৷ কিন্তু সাংবাদিকের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে তাঁরা ‘সময়মতো’ একদম নীরব৷ দেশে এখন সেই সময়ই চল।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা
গাজীপুর মহানগর ছাত্র লীগ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সদর মেট্রোথানা আওয়ামী লীগ এর জনাব মোঃ মাসুদ রানা এরশাদ, তিনি বলেন এর মধ্যে নিহিত রয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন, গণতন্ত্রকে শাণিত করা সহ নানা উদ্দেশ্য। এই লক্ষ্যে বিশ্বব্যাপী ফ্রীডম অব প্রেস এখন এক চলমান আন্দোলন বলে উল্লেখ করেন তারা।
এ প্রসঙ্গে বক্তারা আরও বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া ওয়াচ ডগের ভূমিকা পালন করে আসছে। তারা গেইটকীপার হিসাবেও দায়িত্ব পালন করছে। এ জন্য সাংবাদিক ও মিডিয়া গেইটকীপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়া দরকার। এর সাথে সাথে নারী সাংবাদিকতাকে জোরদার করার ওপরও গুরুত্ব আারোপ করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি গাজীপুর সংস্থা জনাব মোঃ হাইউল উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিসয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের আলহাজ্ব শেখ মোঃ আক্কাস আলী, গাজীপুর মহানগর শ্রমিক লীগের মাহফুজুর রহমান মাহফুজ।
আহবায়ক ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ আফজাল হোসেন খান,বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার গাজীপুর মহানগর মোঃ আব্দুস সোবহান।সম্পাদক ও প্রকাশক,দৈনিক মুক্ত বলাকা মোঃ আলমগীর হোসেন।সাধারন সম্পাদক দৈনিক নিরপেক্ষ সংবাদ ও উপদেষ্টা গাজীপুর সাংবাদিক সংস্থা এর ডাঃ মোঃ জামাল উদ্দিন খান।সাধারন সম্পাদক গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ মোঃ বায়েজীদ হোসেন।
আমন্ত্রীত অথিতি কাউন্সিলর ৩৪নং ওয়ার্ড ও সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ২৪নং ওয়ার্ড, গাজীপুর সিটি করপোরেশন মোঃ রফিকুল ইসলাম কালু।
কাউন্সিলর ১১নং ওয়ার্ড, গাজীপুর সিটি করপোরেশন মোঃ আবুল কালাম আজাদ। অধ্যক্ষ কাজী আজিম উদ্দিন কলেজ মুকুল কুমার মল্লিক।সাধারন সম্পাদক গাজীপুর প্রেসক্লাব শাহ শামসুল হক রিপন।সম্পাদক ও প্রকাশক দৈনিক কণ্ঠ বানী এম জে আলম।প্রধান সম্পাদক আমার জনতার ডটকম মোঃ সানাউল্লাহ নূর।
ধন্যবাদন্তে ছিলেন সাংগঠনিক সম্পাদক গাজীপুর সাংবাদিক সংস্থা এর মোঃ শাহ জাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর সাংবাদিক সংস্থা মোঃ আমিনুল ইসলাম রবিন। সঞ্চালয়ে ছিলেন সাধারন সম্পাদক গাজীপুর সাংবাদিক সংস্থা মোঃ আক্তার হোসেন খান