জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীতে কৃষিবিদ দিবস ২০২২ পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের কৃষিবিদদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি নীলফামারী কৃষিবিদ ভবন থেকে বের হয়ে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে শেষ হয় এবং পরে জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে কেআইবি ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম এর সঞ্চালানায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ হোয়ায়রা মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, ডোমার বিডিসির উপপরিচালক আবু তালেব, অতিরিক্ত উপপরিচালক আফজাল হোসেন, রুপালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।