সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্তর এলাকায় মহাসড়ক প্রশস্ত করার জন্য সরকারী ভাবে ন্যায্য মুল্যে ব্যবসায়ীদের ক্ষতিপুরনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুমি মালিক ব্যবসায়ী স্বার্থরক্ষা পরিচালনা কমিটি।

মঙ্গলবার সকাল ১০টায় হাটিকুমরুল গোলচত্তরের হাজী ইমান আলী মার্কেটের ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, ব্যবসায়ী, ভুমি/স্থাপনা মালিকদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুস ছাত্তার সুলতান।

এ সময় দাবী আদায় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক তাদের লিখিত দাবীগুলো পেশ করেন। তিনি বলেন, আমরা আমাদের অধিগ্রহণকৃত ভুমির ন্যায্য মুল্য পেতে অনেক দিন ধরে বিক্ষোভ, সমাবেশ করে আসছি। বিগত দিনে আমাদের দাবী দাওয়াগুলো মাননীয় প্রধান মন্ত্রীর কাছে পৌছাতে সংবাদ সম্মেলন করেছি।

এছাড়া এ অঞ্চলের ৩৯২ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের স্বাক্ষরিত ভুমি অধিগ্রহণের আইন ২০১৭ আলোকে বাস্তব দাবী জেলা প্রশাসক,সিরাজগঞ্জ বরাবর আবেদন করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য কমিশনার রাজশাহী বিভাগ ও সচিব ভুমি মন্ত্রনালয় বরাবর আবেদনের অনুলিপি দেয়া হয়েছে ।

আমাদের দাবীগুলো ন্যায্য ও আইনগত হওয়া সত্বেও জেলা প্রশাসক কোন ব্যবস্থা গ্রহন করেন নি। তিনি সর্বদা প্রত্যাশা সংস্থার কর্মকর্তাদের নিয়ে ব্যস্ত আছেন। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগন পৃথক পৃথক ভাবে আবেদন করলেও কোন প্রকার উত্তর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে দাবী আদায় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমরা ভুমি মালিকরা গভীর ষড়যন্ত্রের শিকার। প্রত্যাশী সংস্থা অবৈধ অর্থায়নে বেতন ভাতার নামে অবসরে যাওয়া সিরাজগঞ্জ জেলার ভুমি অধিগ্রহন শাখার একজন কর্মকর্তাকে ব্যবহার করছে। বহুবার আবেদন করেও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করাতে পারি নাই। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে কঠোর অবস্থান গ্রহন করবো। আগামী ৩০ আগষ্ট দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশের ডাক দেব।

তিনি আরো বলেন, আমাদের বিশ্বাস, জেলা প্রশাসক/কমিশনার রাজশাহী বিভাগ মহোদয়ের হস্তক্ষেপে বিক্ষোভ সমাবেশের পুর্বেই জেলা প্রশাসক আমাদের সঙ্গে শান্তিপুর্ণ আলোচনার মাধ্যমে সকল অমানিষার ঘোর দুর করবেন এবং জাতীয় উন্নয়ন কর্মকান্ডের গতি তুরান্বিত করবেন। অন্যথায় বিক্ষোভের পর আরও কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আবুল কালাম, শিক্ষক নুরুল হুদা, আলহাজ শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান সহ উপস্থিত সংবাদকর্মীবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে