internet

বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন: বিশ্বে বর্তমানে ইন্টারনেটের গড় গতি ৫.৬ মেগাবিট প্রতি সেকেন্ড (এমবিপিএস)।

সম্প্রতি প্রকাশিত ‘স্টেট অব দ্য ইন্টারনেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকের জন্য এই প্রতিবেদনটি প্রকাশ করেছে আকামাই টেকনোলজিস।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের একই সময়ের তুলনায় ইন্টারনেটের বৈশ্বিক গড় গতি বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। অন্যদিকে আগের প্রান্তিকের তুলনায় এ গতি বেড়েছে ৮.৬ শতাংশ।

প্রতিবেদনটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী,  এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২৬.৭ এমবিপিএস।

এ অঞ্চলে ইন্টারনেটের গড় গতি সবচেয়ে কম ভারতে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২.৮ এমবিপিএস।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটেনে মোবাইল ইন্টারনেটের গড় গতি বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতি সেকেন্ডে ২৬.৮ মেগাবিট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। দেশটির মোবাইল ইন্টারনেটের গড় গতি ১৪ এমবিপিএস। আর মোবাইল ইন্টারনেটের গতি সবচেয়ে কম ইরানে, মাত্র ১.৩ এমবিপিএস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে