আহমদ রেজা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: আজ শনিবার ৩১ শে ডিসেম্বর বন্দর সেন্টার ব্যবসায়ী দোকান মালিক সমিতির দ্বি -বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত।
সময় সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩ টা পযন্ত মধ্য বন্দর সরকারি প্রাথিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।এতে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজেডিং অফিসার জনাব দিদার আলম নির্বাচন কমিশনার ,ইউ পি চেয়ারম্যান জনাব নোয়াব আলী, মহিলা ইউ পি সদস্য জনবা রুমি আক্তার,পরিদর্শকহিসাবে উপস্থিত ছিলেন।বিশেষ নিরাপত্তার সি এম পির ধাম পাড়ার হাবিলদার জনাব শরীফুল,বন্দর পুলিশ পাড়ীর আই, সি রানা,এস আই জনাব মোঃ ওয়াহাব, এস আই চন্দন নিরাপত্তার ডিউটিরত ছিলেন।আমরা সরোজমিনে পরিদর্শনে জানতে পারি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে ভোটার ও কেন্দ্রীয় পরিচালকরা জানান।বিকাল ৪ ঘটিকায় ভোট গননা শেষে বিজয়তাদের নাম ঘোষণা করেন।বন্দর সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হিসাবে ঘোষনা করেন।
এটি ছিলো জাতীয় নির্বাচনী সম্মুখী এমেইজিং নির্বাচন অনুষ্ঠিত হয়।
১.জনাব মোকাদ্দেস খান সুজন বিজয়ী,
২. সহ সভাপতি নিধীর কান্তিধর,
৩. সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান,
৪. সহ সংগাঠনিক সম্পাদক আবদুল আজিজ।
৫. অর্থ সম্পাদক বাবু যাদব সিংহ
৬. সহ অর্থ সম্পাদক জনাব মোহছেন
৭.সহ সম্পাদক মিলন্ট আইচ
৮. কার্যকারী সদস্য নঈম
৯. ক্রিড়া ও সাংস্কৃতিক মো শরিফ
সহ ১৭৭ জন সদস্যে ১৫ জন প্রার্থী তার মধ্যে তিন জন বিনা প্রতিদন্দ্বীতে নির্বাচিত । ঘোষাণার শেষে বিজয়তাদের সাথে পরাজিতদের বন্ধরত্ব পু্ণ্যতা ও মালদান করে।বিজয়ের মিছিল করে উল্লাসি হয়ে। সকল বিজয়তারা আগামী দিনের সংগঠন পরিচালার কমিউটি থেকে এ বিষয়ে বৈঠকের আলোচার মধ্যে বিজয়ীরা দায়িত্ব গ্রহন করবেন বলে মৌখিক আলোচনা করেন।