জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহারের ঘর পেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার আরো ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
গতকাল বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ওই ঘরগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমি ও ঘরের দলিল এবং কাগজপত্র তুলে দেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান। এ অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার প্রমূখ।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহারের ১১৫টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের প্রথম দফায় ওই সব ঘর নির্মাণ করা হয়। আর সে সব গতকাল আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর আগে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৩৭ টি, দ্বিতীয় ধাপে ৬১ টি, তৃতীয় ধাপে ১৮৫ টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়।