জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় এক ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। রোববার (২৩ জুলাই) ভোর রাতে দিনাজপুর- রংপুর মহাসড়কের সৈয়দপুর শহরের উপকন্ঠে মুজার মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাক চালকের নাম শামীম (২৫)। তিনি নওগাঁ সদরে কুমারিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দিনাজপুর থেকে একটি ইট বোঝাই ট্রাক (রেজিঃ নম্বর: ঢাকা মেট্রো-ট-১৮-৯০৬৫) দিনাজপুর- রংপুর মহাসড়ক হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। ভোর আনুমানিক ৫টার দিকে ট্রাকটি সৈয়দপুর শহরের উপকন্ঠে মুজার মোড় নামক এলাকায় পৌঁছলে এর চাকা নষ্ট হয়ে যায়। এ অবস্থায় চালক ট্রাকটিকে উল্লিখিত স্থানে মহাসড়কের পাশে দাঁড় করান। ঠিক এ সময় একই দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতির ভৌমিক ট্রেডার্সের অপর একটি ট্রাক (রেজিঃ নম্বর: ঢাকা মেট্রো-ট-১১-২২৭৬) এসে পেছন থেকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক শামীম (২৫) ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ও ভৌমিক ট্রেডার্সের ট্রাকের চালক গুরুতর জখমপ্রাপ্ত হন। মহাসড়কে দূর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ছুঁটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে, খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার নিহত ট্রাক চালকের মরদেহ ও দূর্ঘটনাকবলিত ট্রাক দুইটি উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ সৈয়দপুরে মহাসড়কে দূর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে