জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাঁকে জড়িয়ে ছাড়া অশ্লীল ভিডিওটি আসল নয়, বরং সুপার এডিট করে তৈরী বলে দাবী করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। তাঁকে বিতর্কিত করে অনৈতিক ফায়দা হাসিলের লক্ষে শত্রুরা এই অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৯ জুলাই) রাত ৯টায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন। এসময় তার সাথে পৌর পরিষদের কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, বেলাল আহমেদ, কাজী নজরুল ইসলাম রয়েল, ইয়াসিন আরা, সাবিয়া বেগম।

পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সৈয়দপুর পৌর সভাপতি রাফিকা আকতার আরও বলেন, আমার স্বামী মরহুম আখতার হোসেন বাদল ছিলেন একজন প্রখ্যাত মোটর শ্রমিক নেতা। তিনি আওয়ামী লীগের মনোনয়নে এই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

বিগত অতিমারীর সময় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমাকে বিগত পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তাঁর বদান্যতায় আজ আমি মেয়র। এটা অনেকেই মেনে নিতে পারেনি বলে শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে।

সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আজ আমাকে চারিত্রিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এইজন্য ফেসবুকে একটা ভুয়া ভিডিও পোস্ট করা হয়েছে। যা আদৌ আমার নয়। বরং যান্ত্রিক সভ্যতার নামে সুপার এডিট করে আমার মুখচ্ছবি সংযোজন করা হয়েছে। এতে আমি হতভম্ব, বাকরুদ্ধ ও বিস্মিত হয়েছি।

কুচক্রী মহল এটাকে নিয়ে অহেতুক বাড়াবাড়ি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মনে রাখবেন আমি এমন কোন কাজ করবোনা যা সামাজিক ও নৈতিকতা বিরোধী হবে। বা আমার স্বামীর ও জননেত্রী বঙ্গবন্ধু কন্যার মান মর্যাদায় আঘাত হানবে। দুষ্টচক্র মিথ্যে প্রচারণা ও প্রোপাগান্ডা চালিয়ে আমাকে বদনাম করতে চায়। তাদের এহেন নষ্টামীর তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।

তিনি বলেন, মূলতঃ তারা আমাকে নয়, মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে এই জঘন্যতায় মেতেছে। যাতে আসন্ন জাতীয় নির্বাচনে আমি দলের পক্ষে মাঠে নামতে না পারি। সেইসাথে আগামীতে পৌর মেয়র পদে প্রার্থী হতে মনোনয়ন না পাই। তাদের এই বেআইনী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইসিটি এ্যাক্ট মামলা করার প্রস্তুতি নিচ্ছি ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে