জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাহিত্যের পরিসীমায় আমাদের পথচলা’এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো ৩২৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর ৷ আসরটি দুটি অংশে অনুষ্ঠিত হয় ৷
২৩ নভেম্বর বিকালে পৌর পরিষদের কমিউনিটি সেন্টারের শহীদ ডাঃ জিকরুল হক পৌর পাঠাগারে এ আসর অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ও উপজেলা সেচ্ছসেবকলীগের সাঃ সম্পাদক নজরুল ইসলাম রয়েল ৷ আসরটি পৌর পাঠাগার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ৷ আসরে বক্তব্য দেন,নিঘাত পারভীন,ফাতেমা মাশরুম সেন্টারের পরিচালক ও দুইবার বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মাশরুমের জনক আজিজুল ইসলাম, সাংবাদিক ও আসরের সদস্য জয়নাল আবেদীন হিরো, আমিরুল হক,মাইনুল হক, সাদিকুল ইসলাম প্রমুখ ৷
অপর দিকে রাতে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন কাজী আনিছুর রহমান ৷ দুটি আসর পরিচালনা করেন আসরের সাঃ সম্পাদক ও কথা সাহিত্যিক আকমল সরকার রাজু ৷
আসরে প্রধান অতিথি ছিলেন সংসদের সভাপতি ম.শামীম ৷ বিশেষ অতিথি ছিলেন সংসদের সাঃ সম্পাদক এস.এম এডভোকেট ওবায়দুর রহমান ৷
আসরটিতে কবিতা প্রতিযোগিতা, আলোচনা এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে আসরকে এক মনোমুগ্ধকর আসরে পরিনত হয় ৷ এতে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা শ্রেণির মানুষ ৷