সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীরের নিকট শপথ গ্রহনের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেলিনা মির্জা মুক্তি দায়িত্ব গ্রহন করেন। উল্লাপাড়ায় এই প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।তার সাথে ভোটের রেকর্ড গড়া ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার স্বপন ও সংস্কৃতিমনা,সর্ব কনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবণী সুইটি’ও দায়িত্ব গ্রহন করেন।গত বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা খাতুন এর উপস্থিতিতে দায়িত্বভার গ্রহন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে তাদেরকে বরন করে নেন।দায়িত্ব গ্রহনের পরই সকলের সাথে পরিচয় পর্ব ও অনেকেই ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন।এ সময় উল্লাপাড়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগন,সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহনের পরই তারা উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং দোয়া অনুষ্ঠিত হয়।পরিষদের চেয়ারে বসার পর আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপনসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।উল্লেখ্য,গত ২১ মে দ্বিতীয় ধাপে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৮৯০১৮ ভোট অর্থাৎ প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ৬৬৯৯৫ ভোট বেশী পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সেলিনা মির্জা মুক্তি।৫৮৩৫০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ের মালা গলায় পরেন আবু সাইদ সরকার স্বপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমে ৫৬৯৬০ ভোট পেয়ে এবারে ভোটের মাঠ কাঁপিয়েছেন,সদা হাস্যোজ্বল,তরুণ প্রজন্মের অহঙ্কার,সকলের আস্থাভাজন,নারী নেত্রী সবিতা প্লাবনী সুইটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে