Wednesday, 22 January 2025, 09:46 PM

হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি।

মিছিলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, অঙ্গ সংগঠন যুবদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা মিছিল থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর কসি না, পিটের চামড়া থাকবে না’ স্লোগানে মুখোরিত করে তোলে রাজপথ।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আগরতলায় আমাদের পতাকা অবমাননা করেছেন, কলকাতায় আমাদের পতাকা পুড়িয়েছেন। একটা কথা মনে রাখবেন, এ দেশে যারা লড়াই করে স্বৈরাচার তাড়িয়েছে, তারা তিতুমীরের সন্তান, হাজি শরিয়াতুল্লাহ’র সন্তান, দুদু মিয়ার সন্তান, মোহনলালের সন্তান, সূর্যসেনের সন্তান, মীর মদনের সন্তান। জীবন দিয়ে হলেও এরা বাংলাদেশের পতাকার মান রক্ষা করবে।

RT/N