Sunday, 02 February 2025, 06:53 PM

১১৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মেসি

বিডি নীয়ালা নিউজ(১৩ই জুন ১৬)-স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্বেসেরা ফুটবলার লিওলেন মেসি একের পর এক রেকর্ড ভাঙ্গা গড়ায় ব্যাস্ত।গত (শনিবার) মেসি পানামার বিপক্ষে যে রেকর্ড করলেন তা ১১৫ বছরের আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কেউ করতে পারেনি।বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে প্রথম কোন আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করেন বার্সা তারকা লিওলেন মেসি।তাও আবার মাত্র ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল!


আর্জেন্টিনা ১৯০১ সালে আন্তর্জাতিক ফুটবল খেলার মর্যাদা পায়।তারা উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় প্রথম মুখোমুখি হয়। খেলাটি অনুষ্ঠিত হয় ১৯০১ সালের ১৬ মে, যেখানে আর্জেন্টিনা ৩–২ ব্যবধানে জয় লাভ করে।এরপর টানা ১১৫টি বছর কেটে গেল কোন আর্জেন্টাইন তারকার পক্ষে যা সম্ভব হয়নি তা করে দেখালেন এই গ্রহের সেরা তারকা।
উল্লেখ্য, পানামার বিপক্ষে সেই ম্যাচে জোরার্ড মার্টিনোর শীর্ষরা ৫-০ ব্যবধানে জয় পায়।এই জয়ের ফলে কোপার শতবর্ষী আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসি এন্ড কোং।