Wednesday, 22 January 2025, 09:47 PM

জানাজা নামাজে হাজারও মানুষের ঢল: না ফেরার দেশে...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রবীন রাজনীতিবিদ মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ এর প্রভাষক আজহারুল ইসলামের (ভুট্টু) পিতা মাগুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন মজনু মিয়া বার্ধক্যজনীত কারনে শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় রংপুর ডক্টরস্ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।


শনিবার মরহুমের জানাজা নামাজ মাগুড়া চেকপোষ্ট কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ তাঁর গ্রামের বাড়ি মাগুড়া উত্তর পাড়ায় পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। 


তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেনছেন বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গেনের্ট বাবু, বাহাগিলি ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, নিতাই ইউপি চেয়ারম্যাœন মোস্তাকিনুর রহমান, রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলামসহ মাগুড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ। তেনারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদসদ্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জানাজা নামাজের আলোচনায় তেনারা বলেন মরহুম জয়নাল আবেদিন মজনু মিয়া একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন, এছাড়া তিনি একজন প্রবীন রাজনীতিবিদ তাঁর চলে যাওয়া কোনদিন পুরণ হবার নয়।