Monday, 18 August 2025, 07:00 AM

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির-সেক্রেটারি

উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


সোমবার বিকাল পাঁচটার দিকে তারা জাতীয় বার্ন ও অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রবেশ করেন।


এর আগে এক পোস্টে দলটির আমির দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীকে উদ্ধার অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। 


তিনি লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।


এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। 


আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৭০ জন। সেখানে মারা গেছেন দুজন।


এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন, সিএমএইচে চিকিৎসাধীন ১৪ জন ও নিহত ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন ১১ জন ও নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P