বিডি নীয়ালা নিউজ(১২ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো আজ আইপিএলে খেলতে নামবেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আজ মঙ্গলবার রাতে মাঠে নামছেন বাংলাদেশের অন্যতম এই পেস বোলার।
আইপিএলের নিলামে মুস্তাফিজকে দুই লাখ আট হাজার ডলার বা এক কোটি চল্লিশ লাখ রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
আজ সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
উল্লেখ্য আইপিএলের নিলামে মুস্তাফিজকে নেয়ার আগ্রহ দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।
তবে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদই তাঁকে সর্বোচ্চ দামে কিনে নেয়।