Sunday, 02 February 2025, 10:10 PM

আমরা কোনো দেশকে প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধ্য করতে পারি...

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ   গেল বছরের অক্টোবরে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন চরম সিদ্ধান্তের পরও কিছুই করার ছিল না সারা বিশ্বের ক্রিকেটের অভিবাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

অধীনস্ত হলেও কোনো সদস্য দেশকে নির্দিষ্ট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করতে পারে না আইসিসি।

সোমবার যুব বিশ্বকাপ শেষে রাজধানীর এক হোটেলে আইসিসি-বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। এছাড়াও যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি আইসিসি। বললেন,’নিরাপত্তার অযুহাতে অস্ট্রেলিয়ার অংশগ্রহন না করাটা ছিল সত্যিই হতাশার।

তবে, তারা অংশ না নিলেও তাদের ছাড়াই বিশ্বকাপ চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটি আমরা নিয়েছি সেটা ছিল সময়োপযোগী।

মূলত আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে সদস্য দেশগুলোকে এখনও কোনো চুক্তির আওতায় ‍আনা হয়নি, তাহলে চুক্তি ভঙ্গের ‍অভিযোগে আমরা অস্ট্রেলিয়াকে জরিমানা করতে পারতাম। আর চুক্তির আওতায় না থাকায় কোন দেশ অংশ না নিলে আমরা তাদের বাধ্য করতে পারিনা।’