বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৪ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্টিত হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে । খেলায় জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।
সফরকারীদের দেয়া টার্গেট টপকাতে ব্যাটে নেমে ভুল বোঝাবুঝির কারনে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় সৌম্য সরকারকে।
ইনিংসের চতুর্থ ওভারে মাত্র সাত রানের মাথায় রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এর পর সাব্বিরকে নিয়ে দলের হাল ধরেন তামিম। বেশ কিছুক্ষণ লড়ে ব্যক্তিগত ২৯ রান করে সৌম্যের পথে হাঁটেন তিনি।
তবে এ দিনে দারুণ এক মাইল ফলক স্পর্শ করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেন তিনি।