Monday, 10 March 2025, 10:21 PM

আরব আমিরাতের ‍মুখোমুখি হচ্ছে শক্তিশালী শ্রীলঙ্কা

বিডি নীয়ালা নিউজ(২৫ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের ‍মুখোমুখি হচ্ছে এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলংকা।

আজ বৃহস্পতিবার সন্ধায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসির সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও গাজী টিভি তে।

এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে মূলপর্বে এসেছে তারা।

অন্যদিকে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শক্তিমত্তায় আরব আমিরাতের চেয়ে ঢের এগিয়ে লঙ্কানরা। তারপরও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ হওয়ায় স্বপ্ন দেখছে আরব আমিরাত। শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন বাস্তবে ধরা দেয় কিনা সেটাই দেখার বিষয়।

তার আগে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য একাদশ সম্পর্কে।

শ্রীলঙ্কারসম্ভাব্যএকাদশ :
১.নিরোশানডিকওয়েলা(উইকেটরক্ষক)
২.তিলকরত্নেদিলশান
৩.দিনেশচান্দিমাল
৪.অ্যাঞ্জেলোম্যাথুস
৫.মিলিন্দাশ্রীবর্ধনে
৬.চামারাকাপুগেদারা
৭.দাসুনশানাকা
৮.থিসারাপেরেরা
৯.সচিত্রাসেনানায়েকে
১০.দুষমান্তেচামিরাও
১১.লাসিথমালিঙ্গা(অধিনায়ক)।

সংযুক্তআরবআমিরাতেরসম্ভাব্যএকাদশ:
১.রোহানমুস্তাফা
২.মুহাম্মদকলিম
৩.মোহাম্মদশাহজাদ
৪.সাইমানআনোয়ার
৫.মুহাম্মদউসমান
৬.আমজাদজাভেদ(অধিনায়ক)
৭.মোহাম্মদনাভীদ
৮.সাকলাইনহায়দার
৯.আহমেদরাজা
১০.এসপিপাতিল(উইকেটরক্ষক)ও
১১. কাদির আহমেদ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P