Sunday, 02 February 2025, 11:05 PM

বাংলা নববর্ষ উদযাপনে নীলফামারী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৩ নীলফামারীতে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) জাকারিয়া রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ক্লাব সমুহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গণমাধ্যমকমীরা।


সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা নববর্ষ ১৪২৩ বরনে পহেলা বৈশাখে নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চম্পাতলী বৈশাখী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী সকাল ৮টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ওই চত্বরে এসে শেষ হবে। সেখানে বৈশাখী মেলা সাংস্কৃতি উৎসব এবং পান্তা ইলিশের আয়োজন করা হবে। সেই সাধে সরকারের নির্দেশিত আলোকে বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করা হবে।