Saturday, 12 July 2025, 03:08 PM

বিকল্প ব্যবস্থা ছাড়াই সেতু ভাঙায় জনদুর্ভোগ, দেবীগঞ্জে বেইলি...

মোমিন ইসলাম সরকার :পঞ্চগড়ের দেবীগঞ্জ  উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লীপাড়া এলাকায় বিকল্প সড়ক ও বেইলি ব্রিজ ছাড়াই পুরনো লোহার সেতু ভেঙে ফেলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


আজ ২২মে/২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ২,৩০ ঘটিকায় ভুল্লীপাড়া লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় পামুলী, দন্ডপাল, খোচাবাড়ি, লক্ষীরহাট ও দেবীডুবা ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী নাগরিক অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তৃতা করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, পামুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাদেরী কিবরিয়া রানা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।

বক্তারা বলেন, লক্ষীরহাট-কালীগঞ্জ-খোচাবাড়ি-শান্তিরহাট সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। ভুল্লীপাড়ার লোহার ব্রিজটি ছিল এ রুটের একমাত্র ভরসা। কিন্তু নতুন সেতু নির্মাণের লক্ষ্যে সেতুটি ভেঙে ফেললেও বিকল্প কোনো বেইলি ব্রিজ বা সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে বর্ষায় মাটি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তারা বলেন, সংযোগ সড়ক নিচু হওয়ায় ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বক্তারা আগামী সাত দিনের মধ্যে একটি বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কাঠের সেতু নির্মাণ করবে বলে জানিয়েছে। তবে এলাকাবাসীর দাবি বেইলি ব্রিজের। প্রকল্পে বেইলি ব্রিজের কথা নেই এবং এটি ব্যয়বহুল। আপাতত এক মাস ভারী যান চলাচল বন্ধ থাকবে, সবাইকে বিকল্প পথে চলাচল করতে হবে।”


উল্লেখ্য, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী নদীর উপর ৪ কোটি ১২ লাখ ৩৭ হাজার ২৪৪ টাকা ব্যয়ে ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। বাস্তবায়ন করছে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P