বিডি নীয়ালা নিউজ(২০ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুর ও তালতলা নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯টার দিকে বাইশপুকুর এলাকায় ট্রলির চাকায় পেঁচিয়ে নিহত হন ট্রলির হেলপার উক্ত গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩৫)।
অপরদিকে মঙ্গলবার বেলা দুইটায় ঝুনাগাছ চাপানি নিজপাড়া এলাকায় খালিশা চাপানি আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের প্রচারণার গাড়িতে চাপা পড়ে গুরুতর আহত হয় একই গ্রামের ধরেয়া মাহমুদের মেয়ে ঝর্ণা (৪)। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।