মোঃ আব্দুল আজিম, দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদতবার্ষিকী। এসব আয়োজনের মধ্যে ছিল কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচী ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।
৩০ মে শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গরিব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ হাফিজুর রহমান সরকার।
এসময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, সাধারন সম্পাদক আবুজার সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নাঈম আদনান কমল, নুর ইসলাম শুভসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপি অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও ইউনিয়ন পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে গরিব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে জেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।