Wednesday, 16 July 2025, 06:29 AM

দক্ষিণ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জেরে দক্ষিণ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।


টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ইসরাইলের বিয়েরশেভা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বেজে উঠেছে।


ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে আগেই জানা গিয়েছিল, ইরান থেকে ছোঁড়া নতুন এক তরঙ্গ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা করছে।


ইসরাইলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল রাষ্ট্রের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্তের পর দেশের একাধিক এলাকায় সাইরেন বেজেছে। বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আমরা কাজ করছি।


এদিকে কুদস নিউজ নেটওয়ার্কের তথ্যমতে, বিয়েরশেভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।


এ ঘটনায় হতাহতের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এটি ইরান-ইসরাইল সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।


সর্বশেষ এ ঘটনাটি এমন এক সময়ে ঘটছে, যখন ইরান-ইসরাইল উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

juga

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P