কাওছার হামিদ, কিশোরগঞ্জ নীলফামারী : উত্তরাঞ্চলের প্রচীনতম সংবাদপত্র দৈনিক দাবানল এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা,স্মতিচারণ ও গুণিজন সংবর্ধণা অনুষ্ঠানে কিশোরগঞ্জের তিন ব্যক্তি পেলেন গুণিজন সম্মানণা।
মঙ্গলবার (২৭ মে২০২৫ইং) তারিখে এক যমকলো অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূতি পালিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যারা সম্মানণা পেলেন তারা হলেন কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি),রংপুর এর উপপরিচালক আব্দুল হাই সজিব,তিনি কৃষিতে বিশেষ অবদান রাখায় তাকে সম্মানণা প্রদান করা হয়। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া গ্রামের মরহুম ছকর উদ্দিন ও মরহুমা হাজেরা খাতুনের ছেলে। শিক্ষায় বিশেষ অবদান রাখায় শিক্ষাণুরাগি হিসেবে সম্মাণা প্রদান করেন সোনামনি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠা ও দক্ষিন কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, তিনি গাড়াগ্রাম ইউনিয়নের খামারগাড়াগ্রাম গ্রামের মরহুম মমিন উদ্দিন ও মরহুমা আয়েশা সিদ্দিকা‘র ছেলে। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেখক,কবি আব্দুল লতিফ প্রামানিককে সম্মানণা প্রদান করেন।
তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের মরহুম সাবান উদ্দিন ও রহিমা খাতুনের ছেলে। গুণিজন সম্মানণা অর্জনে তাদের অনুভূতি জানতে চাইলে এ বিষয়ে আব্দুল হাই সজিব, আলী আকবর ও আব্দুল লতিফ প্রামানিক বলেন দাবানল হচ্ছে রংপুর অঞ্চলের সাংবাদিক তৈরীর একটি সূতিকাগার সেই প্রতিষ্ঠান থেকে যারা আমাদেরকে এই সম্মানটুকু দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।