Friday, 11 July 2025, 04:18 PM

দরিদ্র কৃষকের ক্ষেত থেকে ভুট্টা উত্তোলন করে দিচ্ছেন...

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষকের বর্তমানে প্রধান অর্থকারী ফসল ভুট্টা। শুরু হয়েছে চলতি মৌসুমের ভুট্টা উঠানোর কাজ। একদিকে প্রাকৃতিক দূর্যোগ অপর দিকে ভুট্টা উঠানোর শ্রমিকের সংকটে হওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র কৃষকরা। এমন পরিস্থিতিতে গরিব অসহায় কৃষকদের ক্ষেত থেকে ভুট্টা উত্তোলন করে দিচ্ছেন হাতীবান্ধা উপজেলার কর্মরত আনসার ও ভিডিপি সদস্যরা।


সরজমিনে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের কৃষকের প্রধান অর্থকারী ফসল ভুট্টা। আর এই ভুট্টা বিক্রির টাকা চলে সংসারের চাকা। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টা চাষীদের। কালবৈশাখী ঝড়ে ভুট্টা গাছ শুয়ে পড়ে গেছে মাটিতে। কোন কোন খেতে জমে গেছে পানি। তাই সময় ও শ্রমিক উভয়ে বেশি লাগতেছে। শুরু হয়েছে চলতি মৌসুমের ভুট্টা উঠানোর কাজ। যথা সময়ে ভর্তি উত্তোলন করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। একদিকে প্রাকৃতিক দূর্যোগ অপর দিকে ভুট্টা উঠানোর শ্রমিকের সংকটে হওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাাঁড়িয়েছেন হাতীবান্ধা উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা।


 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হাতীবান্ধা উপজেলা অফিসের উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ধন চরণ নাথের তথ্যবানে সিঙ্গিমার ইউনিয়নের গরিব অসহায় কৃষকদের ক্ষেত থেকে ভুট্টা উত্তোলন করতে সহযোগিতা করছেন কর্মরত আনসার ও ভিডিপি সদস্যরা।


মঙ্গলবার সিংগীমারী গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, সিংগীমারী ইউনিয়ন আনসার কমান্ডার নয়ন রায় ও বিভিন্ন ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা কমান্ডার ও সদস্যরা প্রান্তিক পর্যায়ের গরিব কৃষকদের ক্ষেত থেকে ভুট্টা উত্তোলন করে দিচ্ছেন এতে কৃষকগণ আর্থিকভাবে লাভবান হয়েছেন। কালবৈশাখী ঝড়ে আমার তিন বিঘা জমির ক্ষেতের ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে অপরদিকে শ্রমিক সংকট। এমন সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুট্টা উত্তোলন করে দিয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


সুবিধাভোগী অন্যান্য কৃষকগণ জানান, যথাসময়ে ক্ষেত থেকে ভুট্টা উত্তোলন করতে না পারলে ঝড় বৃষ্টির কারণে ভুট্টা নষ্ট হয়ে যেতে পারে। তাই ও ভিডিপি সদস্যরা ভুটু উত্তোলন করে দিচ্ছে। আনসারের কর্মকর্তারা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকার পেলাম।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P