বিডি নীয়ালা নিউজ(২৭ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী সদর উপজেলায় মোট ইউনিয়ন – ১৫টি ।
১ম পর্যায়ে নীলফামারী কোন ইউনিয়নে ভোট হচ্ছে না ।
২য় পর্যায়ে – ৫টি ইউনিয়ন
(১) চওড়াবড়গাছা (২) গোড়গ্রাম (৩) পলাশবাড়ী (৪) পঞ্চপুকুর (৫) লক্ষীচাপ
৩য় পর্যায়ে – ৫টি ইউনিয়ন
(১)রামনগড় ,(২) কচুকাটা ,(৩) সোনারায় , (৪)সংগলসী ,(৫) চড়াইখোলা
৪র্থ পর্যায়ে – ভোট হচ্ছে না ।
৫ম পর্যায়ে – ভোট হচ্ছে না ।
৬ষ্ঠ পর্যায়ে – ১টি ইউনিয়ন ( চাপড়া সরনঞ্জানী ) ।
সীমানা জটিলতার কারনে ৪ টি ইউনিয়নে ভোট হচ্ছে না
( ১) টুপামারী , (২) খোকসাবাড়ী , (৩) ইটাখোলা , (৪) কুন্দুপুকুর ।
মনোনয়নপত্র দাখিল ২য় পর্যায়ে – ২রা মার্চ ।
মনোনয়ন যাচাই বাছাই – ৫ ও ৬ ই মার্চ।
মনোনয়ন প্রত্যাহার – ১৩ ই মার্চ ।
২য় পর্যায়ে ভোট গ্রহন – ৩১ শে মার্চ ।
৩য় পর্যায়ে ভোট গ্রহন – ২৩ এপ্রিল।
৬ষ্ঠ পর্যায়ে যে ১টি ইউনিয়নে ভোট হবে তার তফশীল এখনও ঘোষনা হয় নাই ।
১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র -১৩৫টি এবং মোট ভোটার ২,৮২২০০ জন
(জানুয়ারী/১৬ পর্যন্ত) ।