Monday, 03 February 2025, 12:53 AM

ফাইনালে যেতে লক্ষ্য ১৩০

বিডি নীয়ালা নিউজ(২ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ  জিতলেই এশিয়া কাপের ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৯ রানেই থেমে যায় আফ্রিদি বাহিনী। ফলে ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ওভারে তাসকিনের দুর্দান্ত গতিময় বোলিংয়ের মুখে নিতে পেরেছিল মাত্র এক রান। দ্বিতীয় ওভারে আল আমিন বোলিং করতে এসে প্রথম বলেই তুলে নিলেন ওপেনার খুররম মনজুরের উইকেট। ব্যক্তিগত এক রান করে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে মুশফিকের হাতে জমা পরেন খুররম।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১২৯ রান।

বাংলাদেশের পক্ষে আল আমিন একাই নেন তিনটি উইকেট। আরাফাত সানি নেন দুটি উইকেট। এছাড়াও মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।