Sunday, 02 February 2025, 10:07 PM

হিলি সীমান্তে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত...

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী ১৬) বিশেষ প্রতিনিধিঃ  দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক  পারভেজ (১৪) নিহত ও  তার সঙ্গে থাকা আরও ২ জন আহত হয়েছেন।


আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে হিলি-বিরামপুরের সড়কের নওপাড়া গ্রাম সংলগ্ন এ ঘটনাটি ঘটে।


এলাকাবাসিরা জানায়, হিলি সীমান্তের বাসুদেবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নওপাড়া গ্রামের ৩ বন্ধু হিরো মটরসাইকেল যোগে হিলি বাজারের দিকে আসার পথে কয়লা বোঝাই একটি ট্রাককে সাইড দেয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে হাকিমপুর পৌর সভার স্বাগতম সাইন বোর্ডটিতে স্বজোরে আঘাত করে।


ঘটনাস্থলে গ্রামের আব্দুর রশিদের ছেলে পারভেজ আলী প্রান হারায়। আর তার বন্ধু রফিকুল (১২) ও মজিবুল (১৪) আহত হলে তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।